রবিবাসরীয় কোপায় আরও এক মহাকাব্যের ম্যাচ। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল দল নেই ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র জানিয়েছেন, ভিনির বদলে উরুগুয়ে ম্যাচে তাঁর তাস এনড্রিক। তবে ব্রাজিল কোচ স্বীকার করছেন, এই ম্যাচে ভিনির না থাকা দলের কাছে ক্ষতি।
এই কোপায় জয়ের হ্যাটট্রিক করেই কোয়ার্টার ফাইনালে উঠেলে মার্সলো বিয়েলশার উরুগুয়ে। যথেষ্ঠ ফর্মে রয়েছেন দলের প্রতিটি ফুটবলার। প্রাক্তনদের মতে, রবিবার ব্রাজিলের বিরুদ্ধে কার্যত ফেভারিট হয়েই মাঠে নামছেন সুয়ারেজরা।
অন্যদিকে ব্রাজিলের লড়াই এখনও চলছে। নেইমার নেই। তারমধ্যে গ্রুপের ম্যাচে দুটি ড্র আর একটি জয় নিয়ে শেষ আটে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উরুগুয়ে ম্যাচে আগে বেশ সতর্ক ব্রাজিল। রবিবার ভারতীয় সময় ভোরে সেলকাওদের এই টুর্নামেন্টের সব থেকে কঠিন ম্যাচ খেলতে নামছে।