উরুগুয়েকে এক-শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের ৩৯ মিনিটে জেফারসন লেরমার গোলে ম্যাচ জিতল কলম্বিয়া। অধিনায়ক হামেস রগরিগেজের পাস থেকে গোল করেন জেফারসন। কোপার মঞ্চে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন রগরিগেজ। এই নিয়ে ছটি গোলে সাহায্য করলেন কলম্বিয়ার অধিনায়ক।
আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, তা ঠিক করতেই এই ম্যাচে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া ও উরুগুয়ে। শুরু থেকে চড়া মেজাজে হয় কোপার দ্বিতীয় সেমিফাইনাল। প্রথমার্ধের ইনঞ্জুরি সময়ে লালকার্ড দেখানো হয় কলম্বিয়ার ড্যানিয়েল মুনজোকে। ফলে দ্বিতীয়ার্ধে ১০ জনের কলম্বিয়াকে মাঠে নামতে হয়।
৬৬ মিনিটে বদলি হিসাবে এই ম্যাচে মাঠে নেমেছিলেন লুইস সুয়ারেজ। তাতে ম্যাচের ফলে খুব বেশি পার্থক্য হয়নি। বেশ কিছু সুযোগ পেয়ে তিনি নষ্ট করেন। আগামী সোমবার ভারতীয় সময়ের ভোরে কোপার ফাইনাল। হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামবে কলম্বিয়া।