ড্র দিয়ে কোপার গ্রুপ পর্বের খেলা শুরু করেছিল ব্রাজিল । প্রথম ম্যাচে নেইমারদের পারফরম্যান্স নিয়ে কম সমালোচনাও হয়নি । তবে, দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে দারুণ কামব্যাক হয় ব্রাজিলের । কিন্তু, গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও ছন্নছাড়া দেখালো টিমকে । কলোম্বিয়ার বিরুদ্ধে ড্র করে কোনও মতে কোপার কোয়ার্টার ফাইনালে পৌঁছল ব্রাজিল । গ্রুপ পর্বে দ্বিতীয় দল হিসেবে শেষ করল নেইমারের দল ।
এদিনের ডু অর ডাই ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন রাফিনহা । ম্যাচের ১২ মিনিটেই আসে সেই সাফল্য । কিন্তু, প্রথমার্ধের এক্সট্রা টাইমে সমতা ফেরায় কলম্বিয়া । দলের হয়ে গোল করেন ড্যানিয়েল মুনোজ । ব্যস বাকি আর ৯০ মিনিটে কোনও গোলই করতে পারল না দুই দল । সুযোগ এলেও বারবার কলোম্বিয়ার ডিফেন্ডারদের রক্ষণ কাটিয়ে এগোতেই পারল না ব্রাজিল ।
তবে, গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে কলম্বিয়া এবং ব্রাজিল । ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বিয়া । দুই ম্যাচ জিতে আগে পৌঁছে গিয়েছিল কোপার কোয়ার্টারে । ব্রাজিল বিরুদ্ধে ছিল নিয়মরক্ষার ম্যাচ । কিন্তু, চাপে ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা । শেষপর্যন্ত গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থানে নাম লেখালেন নেইমারের দল ।