খেলার মাঠে হাতাহাতি। তাও আবার কোপা আমেরিকার সেমিফাইনালে এই বিরল দৃশ্যের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। হাতাহাতিতে জড়াল ফুটবলার এবং সমর্থকরা। ছোড়া হল বিয়ার ক্যান, কাপ।
আসলে, বৃহস্পতিবার কোপার সেমিফাইনালে উরগুয়েকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। প্রথম থেকে উরুগুয়ে এগিয়ে ছিল। কিন্তু প্রথম গোলটি করে কলোম্বিয়া। শেষ পর্যন্ত ওই গোল শোধ করতে পারেনি উরুগুয়ে। হারের পর হতাশ হয়ে পড়েছিলেন উরুগুয়ে ফুটবলার। এই পরিস্থিতিতে জয়ের উল্লাসে মেতে ওঠে কলম্বিয়া সমর্থকরা।
এরপর উরুগুয়ের বিরুদ্ধে অসম্মান জনক স্লোগানও দেওয়া শুরু করে। এরপর উরুগুয়ের ফুটবলাররা গ্যালারির ভেতর দিয়ে যখন ড্রেসিং রুমে ফিরছিলেন তখন তাঁদের উদ্দেশে টুপি, কাপ, বিয়ারের ক্যান ছুঁড়ে দেওয়া হয়। খেলোয়াড়রাও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরপর নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।