গ্রুপ পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল কোস্টারিকার । তবে, সবটাই নির্ভর করছিল ব্রাজিলের ম্যাচের উপর । কলোম্বিয়ার বিরুদ্ধে ব্রাজিল ড্র করতেই স্বপ্নভঙ্গ হয় কোস্টারিকার । প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচ জিতেও কোপা থেকে বিদায় নিল তারা ।
কোয়ার্টার ফাইনালে খেলার আশা নিয়ে মাঠে নেমেছিল কোস্টারিকা । তিন মিনিটেই দলের হয়ে প্রথম গোল করেন ফ্রানসিস্কো কালভো । পরবর্তী সাফল্য আসে ৭ মিনিটে । জসিমারের পায়ে দ্বিতীয় গোল করে কোস্টারিকা । দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে গোল করে খাতা খোলে প্যারাগুয়ে । কিন্তু, শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি তাঁরা । প্যারাগুয়েকে ২-১ গোল হারিয়ে দেয় কোস্টারিকা । কিন্তু, ভাগ্য তাঁদের সহায় ছিল না । তাইতো, ম্যাচ জিতেও শেষ আটে পৌঁছতে পারলেন না তাঁরা । অন্যদিকে, তিন ম্যাচের সবকটিতে হেরে বিদায় নিয়েছে প্যারাগুয়েও ।
গ্রুপ ডি পর্বে শীর্ষ স্থানে রয়েছে কলম্বিয়া । দু'টি ম্যাচে জয় ও একটি ম্যাচে ড্র করে ঝুলিতে তাদের ৭ পয়েন্ট । পাঁচ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে ব্রাজিল । গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে কোস্টারিকা । সংগ্রহে ৫ পয়েন্ট । আর এবার কোপায় খাতাই খুলতে পারেনি প্যারাগুয়ে ।