কাতার বিশ্বকাপের পর কোপা আমেরিকা । আবারও মেসির নেতৃত্বে ট্রফি এল আর্জেন্টিনার ঘরে । এদিন ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, সমর্থকদের ভিড়ে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা তৈরি হয় । ম্যাচ শুরু হয় প্রায় দেড় ঘণ্টা পরে । প্রথমার্ধ থেকেই দাপট দেখিয়েছে কলম্বিয়া । আর্জেন্টিনাকে রুখে দিতে কোনও সুযোগই হাতছাড়া করেননি কলম্বিয়ার ফুটবলাররা । ৯০ মিনিটের ম্যাচ ছিল গোলশূন্য । অতিরিক্ত সময়ে বাজিমাত করল আর্জেন্টিনা । গোল করলেন লাউতারো মার্তিনেস । এই নিয়ে ১৬ বার কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ।
খেলা আর্জেন্টিনার হলেও, মেসির দিকেই নজর থাকে সকলের । কিন্তু, ম্যাচের প্রথমার্ধেই চোট পান মেসি । যন্ত্রণায় মাঠে শুয়ে পড়েন তিনি । কিন্তু, থেমে যাননি । বল পায়ে দৌঁড়লেন । দ্বিতীয়ার্ধে আবারও চোট । এবার আর উঠে দাঁড়াতে পারলেন । পায়ের গোড়ালি ফুলে লাল হয়ে গিয়েছে তখন । মাঠ ছাড়তে হল মেসিকে । রিজার্ভ বেঞ্চে বসে হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি । শরীরের থেকেও তখন মন ভারাক্রান্ত । যন্ত্রণা চোখে মুখে । ৯০ মিনিট পেরলো ম্যাচ । গোলশূন্য় দুই পক্ষই ।
মেসি যখন মাঠ ছাড়লেন, তখন চোখে জল ছিল অনুরাগীদের । মেসি-হীন আর্জেন্টিনার জয়ে আশা একটু একটু করে ক্ষীণ হচ্ছিল । কিন্তু, মেসির যন্ত্রণায় মলম লাগালেন মার্তিনেজ । ট্রফি জয়ের স্বপ্নে উড়ান দিলেন এই ডিফেন্ডার । যদিও ম্যাচের শুরুতে তাঁকে মাঠে নামানো হয়নি । অতিরিক্ত সময়ে মাঠে আসেন মার্তিনেজ । চলতি কোপায় যখনই নেমেছেন গোল করেছেন। ফাইনালেও তিনি হতাশ করলেন না । উল্লেখ্য, বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মার্তিনেজ ।
চলতি কোপাই ছিল দি মারিয়ার শেষ ম্যাচ । অতিরিক্ত সময়ের আগে তাঁকে তুলে নেওয়া হয় । সেইসময়, গ্যালারিতে উঠে দি মারিয়াকে সম্মান জানান দর্শকরা । আর ম্যাচ শেষে দলের জয়, বড় উপহার দিয়ে গেল মারিয়াকে ।