ভাগ্য বদলাতে পারে লাতিন আমেরিকান ফুটবলপ্রেমীদের। কোপা আমেরিকার শেষ কয়েকটি ম্যাচ দেখা যেতে পারে দূরদর্শনে। সব ঠিক থাকলে কোপা আমেরিকার দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থানাধিকার এবং ফাইনাল ম্যাচ সম্প্রচার করতে পারে দূরদর্শন।
জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোপা দেখানোর আর্জি জানিয়ে মেল এসেছে দিল্লির শাস্ত্রীভবনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকে। কিন্তু কোনও স্পোর্টস চ্যানেল কোপা দেখানোর স্বত্ব না নেওয়ার কারণে বঞ্চিত হয়েছিলেন ফুটবলপ্রেমীরা।
কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার অনুরোধের কথা ভেবে এবার কোপার দু'টি সেমিফাইনাল ও ফাইনাল দুরদর্শনে দেখানোর চিন্তাভাবনা করা হচ্ছে। তবে, সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। আপাতত গোটা আলোচনা প্রাথমিক পর্বেই রয়েছে।