কোপা আমেরিকা ফাইনালে চোট পেয়ে মাত্র ৬৫ মিনিটেই মাঠ ছেড়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাঁর ফুলে যাওয়া ডান পায়ের ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে বেশ উদ্বেগে রয়েছেন ভক্তরা। কবে মাঠে ফিরবেন তিনি? তাঁর চোটের অবস্থা কেমন?
এবার তা নিয়ে মুখ খুলল মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি। তাদের তরফে জানানো হয়েছে, চোটের কারণে মেসির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ইন্টার মিয়ামি আগামী দুটো ম্যাচে লিওনেল মেসিকে পাবে না।
নিজের চোট নিয়ে খোদ মেসিও সোশ্যাল মিডিয়ায় লম্বা বিবৃতি দিয়েছেন। তিনি লিখেছেন, 'ভয়ের কোনও কারণ নেই। আমি এখন ভাল রয়েছি। 'সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। আশা করছি, দ্রুত চোট সারিয়ে ফের মাঠে ফিরে আসব। কারণ মাঠে থাকতেই আমি সবথেকে বেশি ভালবাসি। মাঠে ফিরতে পারলে তবেই স্বস্তি অনুভব করি।'
একই সঙ্গে এই পোস্টে ভক্তদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন লিওনেল মেসি। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ' এই সময় আপনারা যে ভাবে আমার সুস্থতা প্রার্থনা করেছেন, আমায় বার্তা পাঠিয়েছেন, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। নিজেকে খুবই ভাগ্যবান বলেও মনে করি।'
কোপা টুর্নামেন্টের শুরু থেকেই চোটের সমস্যায় ভুগছিলেন মেসি। তবুও, মাঠে তাঁকে দেখা গিয়েছিল। চোট নিয়েই দলকে জিতিয়েছেন একাধিক ম্যাচে । কোপার ফাইনালের প্রথমার্ধেও চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তবুও মাঠে টিকে ছিলেন। দ্বিতীয়ার্ধে দৌঁড়তে গিয়ে আবার চোট পান। ফলে ৬৫ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার অধিনায়ককে।
ম্যাচ চলাকালীন দেখা যায় লিওনেল মেসির পায়ের গোড়ালি ফুলে গিয়েছে। রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন তিনি। তাঁর চোখে তখন জল। দু'হাত চাপা দিয়ে কান্না আটকানোর চেষ্টা করলেও সামলাতে পারেননি নিজেকে। তাঁকে দেখে চোখে জল এসেছিল অনুরাগীদেরও।