ফের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা । ১৬ বার কোপা জয় নীল-সাদা টিমের । উরুগুয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে । একইসঙ্গে সব রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসি । তিন বছরে চতুর্থ আন্তর্জাতিক ট্রফি জিতলেন এলএমটেন । একইসঙ্গে মেসির ঝুলিতে এল ৪৫টি ট্রফি । ব্রাজিলের দানি আলভেজের রেকর্ডও ভেঙে দিলেন তিনি ।
ফাইনালে খেলতে নেমে প্রথমেই চোট পান মেসি । দ্বিতীয়ার্ধে ফের চোট । মাঠ ছেড়ে চলে গেলেন । মাথা নিচু, চোখ দিয়ে তখন টপটপ করে জল পড়ছে । তারপরই কান্নায় ভেঙে পড়েন মেসি । কিন্তু শেষ পর্যন্ত মেসির হাতে কাপ তুলে সেই যন্ত্রণায় মলম লাগাল তরুণ ব্রিগেড । মেসি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে চারটি ট্রফির মধ্যে জিতেছেন ২০২২ সালের ফিফা বিশ্বকাপ, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দু'টি কোপা আমেরিকা এবং একটি ফাইনালিসিমা জিতেছেন ।
মোট ১২ টি লিগ শিরোপা জিতেছেন মেসি (বার্সেলোনার সঙ্গে ১০টি, পিএসজির সঙ্গে দু'টি), চারটি UEFA চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি (সবকটি বার্সেলোনার সঙ্গে), এবং ১৭টি ঘরোয়া কাপ (বার্সেলোনার সঙ্গে ১৫টি, পিএসজির সঙ্গে একটি, এমএলএস সাইড ইন্টার মিয়ামি)।
২০২৪ সালের কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিতে নিয়েছেন লাউতারো মার্টিনেজ । গোল্ডেন বুট তাঁর ঝুলিতে । কোপায় মোট পাঁচটি গোল করেছেন । চলতি কোপায় যখনই নেমেছেন গোল করেছেন। ফাইনালেও তিনি হতাশ করলেন না । ১১২ মিনিটে তিনি যে গোলটা করেন, তাতেই ট্রফি জিতল আর্জেন্টিনা । সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ । গোটা টুর্নামেন্টে একাধিক গোল সেভ করেছেন । কোপা আমেরিকার সেরা খেলোয়াড় কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ ।