কোপার ফাইনাল খেলার পরেই তিনি সিদ্ধান্ত নেবেন, এটাই তাঁর শেষ কোপা হবে কীনা ? বক্তা লিওনেল মেসি। মেটলাইফ স্টেডিয়ামের কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশেষে সেমিফাইনালে গোল পেয়েছেন মেসি। তারপর তিনি জানিয়েছেন, প্রতিটি সময়কে তিনি উপভোগ করেন। এবং করছেন। তার কোপা থেকে অবসরের সময় কবে, তা তিনি জানাবেন ফাইনাল খেলার পরেই।
কানাডার বিরুদ্ধে গোল করে কোপার মঞ্চে সর্বোচ্চ গোলদাতার নাম লিওনেল মেসি। ম্যাচের পর মেসির প্রতিক্রিয়া, তাদের আরও একটা ম্যাচ খেলতে হবে। আর সেটা ফাইনাল। প্রতিপক্ষ কে হবে, সেটা এখনও জানা নেই। তবে, ফাইনালে উঠে কোপা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
কানাডা ম্যাচের পর তিনি জানিয়েছেন, এ বারের কোপা বেশ কঠিন ছিল। তাঁদের কখনও খারাপ পিচে খেলতে হয়েছে। কখন আবার অতিরিক্ত গরমে নাজেহাল হতে হয়েছে। শক্তিশালী দলগুলোর মোকাবিলা করতে হয়েছে। ফাইনালে ওঠার পর এখন মুহূর্তটা উপভোগ করতে চান মেসি। অবসর সিদ্ধান্ত পরে।