টাইব্রেকারে গিয়ে শেষ হল কোপায় কানাডার রূপকথা। তাদের চার-তিন গোলে হারিয়ে এই টুর্নামেন্টে তৃতীয় হয়ে শেষ করল উরুগুয়ে। কানাডার স্বপ্ন ভেঙে গেল ইসমাইল কোনে এবং অধিনায়ক আলফানসো ডেভিড গোল মিস করতেই। তার আগে গোটা ম্যাচে ১৫ বারের কোপা চ্যাম্পিয়ন উরুগুয়কে ব্যাপক চাপে রেখে ছিল প্রথমবার কোপা খেলতে আসা কানাডা।
ব্যাঙ্ক আমেরিকা স্টেডিয়ামে এই ম্যাচে খেলার আট মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন রডরিগেজ। কর্নার থেকে বল পেয়ে গোল করেন তিনি। ম্যাচে ২২ মিনিটে কর্নার থেকেই গোল শোধ কানাডারা। বাইসাইকেল কিক করে গোল শোধ করেন কোনে। প্রথম ৪৫ মিনিট উরুগুয়েকে রুখে দিয়ে মাঠ ছাড়ে কানাডা।
ম্যাচের চমক আশি মিনিটে। জনাথন ডেভিসের গোলে ম্যাচ ২-১ করে কানাডা। বাকি ৯ মিনিট গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। ম্যাচের ৯২ মিনিটে উরুগুয়ের হার বাঁচান অধিনায়ক লুইস সুয়ারেজ। তবে, এই গোলের পরেই অফসাইডের দাবি তুলেছিল কানাডা। যা বাতিল হয়ে যায়।
টাইব্রেকারে কানাডাকে চার-তিন গোলে হারিয়ে এবারের মতো তৃতীয় হয়েই কোপা শেষ করল মার্সেলো বিয়েলশার উরুগুয়ে। পরবর্তী লক্ষ্য হয়ে রইল ২০২৬ সালের বিশ্বকাপ।