কোপা আমেরিকায় শেষ হল পানামার রূপকথা। কোয়ার্টার ফাইনালে তাদের ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে পৌঁছে গেল কলম্বিয়া৷ গ্রুপ লিগে অসাধারণ ফুটবল খেলে গোটা বিশ্বের নজর কেড়েছিল পানামা৷ উরুগুয়ের কাছে হারলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং বলিভিয়াকে হারিয়ে উঠে এসেছিল শেষ আটে৷ কিন্তু শক্তিশালী কলম্বিয়ার বিরুদ্ধে শেষরক্ষা হল না। কোয়ার্টার ফাইনালে কার্যত তাদের উড়িয়ে দিল কলম্বিয়া৷
ম্যাচের প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় কলম্বিয়া৷ ৮ মিনিটে গোল করেন কর্ডোবা৷ ১৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রডরিগেজ। ৪১ মিনিটে ডিয়াজ ৩-০ গোলে এগিয়ে দেন কলম্বিয়াকে৷ ম্যাচ ওখানেই প্রায় শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধোর ৭০ মিনিটে আরও একটি গোল করেন রিওস। ৯৪ মিনিটে পেনাল্টি থেকে ৫-০ করেন বোরহা৷
বল পজেশন সামান্য বেশি ছিল কলম্বিয়ার, ৫২ শতাংশ। কিন্তু ৫ গোলে হারলেও লড়াই করেছে পানামা৷ গোল লক্ষ্য করে ১৪টি শট নিয়েছে তারা। সেখানে কলম্বিয়া শট নিয়েছে ৭টি৷ কিন্তু ম্যাচের শুরুতেই পর পর গোল হজম করায় পানামা ঘুরে দাঁড়াতে পারেনি৷
টানা ২৬টি ম্যাচ অপরাজিত থেকে শেষ আটে খেলতে নেমেছিল ককম্বিয়া। সেমিফাইনালে তাদের লড়াই ব্রাজিল-উরুগুয়ের জয়ীর বিরুদ্ধে। যে দলই আসুক, কলম্বিয়ার বিরুদ্ধে তাদের কাজটা সহজ হওয়ার কথা নয়।