নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হল কোপা আমেরিকার ফাইনাল । ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটা থেকে কলম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচ শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও খেলা শুরু করা যায়নি । স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মায়ামির হার্ড রক স্টেডিয়ামের বাইরে দুই দলের সমর্থকদের ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হয় । বৈধ টিকিট না থাকা সত্ত্বেও অনেকে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন । আর তাতেই হুড়োহুড়ি পড়ে যায় । ব্যারিকেড ভেঙে পড়ে । ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে ।
ভিড় নিয়ন্ত্রণ করতে স্টেডিয়ামের গেট আটকে দেন নিরাপত্তারক্ষীরা । ফলে স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি বহু সমর্থক । অসুস্থ হয়ে পড়েন অনেকে । আবার অনেকে কান্নায় ভেঙে পড়েন । এমনকী, আর্জেন্টিনার ফুটবলারদের পরিবারের অনেকে স্টেডিয়ামে ঢুকতে পারেননি । কার্যত হতাশ হয়ে পড়েন আর্জেন্টাইন খেলোয়াড়রাও । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে একে একে দর্শকদের ভিতরে ঢোকাবেন বলে জানিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা ।
অবশেষে পরিস্থিতি এখন অনেকটা আয়ত্তে । শুরু হয়েছে ফাইনাল ম্যাচ ।