নিজেদের দেশের মাটিতে ভারত-পাক টেস্ট সিরিজ আয়োজন করার ব্যাপারে ফের আগ্রহ প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, এশিয়ার এই দুই প্রতিবেশি দেশ যদি রাজি হয়, তাহলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে এই দুই দেশের টেস্ট সিরিজের আয়োজন করতে কোনও আপত্তি নেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের।
দু'দেশের মধ্যে কূটনৈতিক ডামাডোলের জন্য ২০১২-১৩ মরশুম থেকেই আর নিজেদের মধ্যে টেস্ট সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান। শুধুমাত্র আইসিসি'র টুর্নামেন্ট ও উপমহাদেশে আয়োজিত বহুদেশীয় টুর্নামেন্ট বাদে একে অপরের বিরুদ্ধে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারত ও পাকিস্তান।
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর মাসেই ভারত ও পাকিস্তান দুই দেশেরই অস্ট্রেলিয়া সফর রয়েছে। ভারতের পাঁচটি টেস্ট খেলার কথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অন্যদিকে, তিনটি ওয়ানডে আর তিনটি টি-২০ ম্যাচও খেলবে পাকিস্তান।