ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর । ৮ বছর পর এশিয়ান গেমসে (Asian Games) ফিরছে ক্রিকেট । ২০২২ এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে চিনের হ্যাংঝৌয়ে (Hangzhou) । ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । T20 ফরম্যাটেই খেলা হবে ক্রিকেট (Cricket) ।
২০১০ সালে এশিয়ান গেমসে প্রথম ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয় । ওই বছর ছেলেদের বিভাগে সোনা (Gold) জিতেছিল বাংলাদেশ (Bangladesh) । পাকিস্তান (Pakistan) জিতেছিল রূপো (Silver) । এরপর ২০১৪ এশিয়ান গেমসে টি-২০ ক্রিকেটে ছেলেদের বিভাগে সোনা জিতেছিল শ্রীলঙ্কা (Srilanka) । মেয়েদের বিভাগে সোনা জেতে পাকিস্তান । তবে ২০১৮ এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল না ।
আরও পড়ুন, BCCI Team Announcement: ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা, দলে চমক রবি বিষ্ণোই
২০১৪ সালেই শেষবার এশিয়ান গেমসে আয়োজিত হয় T20 ক্রিকেট । সেদিক থেকে ৮ বছর পর ফের এশিয়ান গেমসে ক্রিকেট ফিরে আসতে চলেছে । যদিও ২০১০ ও ২০১৪ কোনওবারই এশিয়ান গেমসে ভারত ক্রিকেট দল পাঠায়নি ।