তিরন্দাজিতে বিশ্ব রেকর্ড গড়ল ১৬ বছরের অ্যাথলেট অদিতি গোপীচন্দ। অনূর্ধ্ব-১৮ স্তরের তিরন্দাজিতে রেকর্ড গড়ে সে। কলোম্বিয়ায় তিরন্দাজির বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেল অদিতি। এর আগে ৭০৫ পয়েন্টের রেকর্ড ছিল। তা ভেঙে দিয়েছে অদিতি। আরও এক ভারতীয় তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নম এই টুর্নামেন্টে দ্বিতীয় হয়েছেন।
বিশ্বকাপে মেয়েদের দলে ছিলেন জ্যোতি, অদিতি ও প্রণীত। তাদের দল মোট ২১১৯ পয়েন্ট পায়। এখানেও রেকর্ড ভাঙার সুযোগ ছিল ভারতীয় দলের। বিশ্বরেকর্ড থেকে এক পয়েন্ট কম পায় তারা। গত সপ্তাহে এশিয়া কাপে রেকর্ড গড়ে তারা।
আরও পড়ুন: হাসপাতালে মীরা ভট্টাচার্য, কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ বাবুর স্ত্রী?