১৭ বছর পর T20 বিশ্বকাপ জয় ভারতের। রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। আর ১২ বছর পর প্রথম T20 বিশ্বকাপের নায়ক যোগীন্দর শর্মার সঙ্গে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল।
২০০৭ প্রথম T20 বিশ্বকাপ ফাইনাল। জোহানেসবার্গের সেই রাত। প্রতিপক্ষ পাকিস্তান। শেষ ওভারে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বল তুলে দেন যোগীন্দর শর্মার হাতে। সেই সময় অবাক হন অনেকেই। কিন্তু মিরাক্যাল তৈরি হয়েছিল। ভারতীয় ক্রিকেট ইতিহাসে ওই মুহূর্ত এখনও কেউ ভুলতে পারেনি। ইনস্টাগ্রামে এবার যোগীন্দর শর্মা ধোনির সঙ্গে ছবি শেয়ার করেছেন। যা দেখে আপ্লুত মাহি অনুরাগীরা। যোগীন্দর ভিডিয়োর ক্যাপশানে লেখেন, "দীর্ঘদিন পর দেখা। খুব মজা হল। ১২ বছর পেরিয়ে গিয়েছে।"
ক্রিকেট দীর্ঘদিন ছেড়ে দিয়েছেন যোগীন্দর শর্মা। এখন তিনি হরিয়ানা পুলিশের ডিএসপি। ধোনিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘদিন অবসর নিয়ে ফেলেছেন। আগামী বছর আইপিএল খেলবেন কিনা, তা এখনও জানা যায়নি। পুরনো বন্ধু ও সতীর্থ যোগীন্দর শর্মার সঙ্গে ১২ বছর পর দেখা হল মাহির। খোশ মেজাজে গল্প করতে দেখা যায় দুই বন্ধুকে।