ভারতের ঘরোয়া ক্রিকেটে বাংলার পোড়েল ভাইদের কামাল। অন্ধ্রর বিরুদ্ধে অভিষেক ও ইশান দুই ভাইয়ের ব্যাটে এল ৪১ রানের পার্টনারশিপ। দ্বিতীয় দিনে গতবারের রণজি রানার্সদের প্রথম ইনিংস শেষ হল ৪০৯ রানে। এই ৪১ রানের মধ্যে সবটাই অভিষেকের ব্যাটে। বাংলার উইকেটকিপারের অবদান ৭০। উল্টোদিকে ২৬ বল খেলে শূন্য রানে অপরাজিত ইশান পোড়েল।
চার উইকেটে ২৮৯ রান। এখান থেকেই বিশাখাপত্তনমে শুরু হয় বাংলার দ্বিতীয় দিন। এদিন ৩২ রান করে আউট হন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। সাড়ে তিনশো রানের আগেই ছয় উইকেট হারায় বাংলা। এখান থেকেই বাংলার ইনিংসের গন্ডি চারশো পার করেন উইকেটকিপার অভিষেক পোড়েল।
গত মরশুমে দিল্লির হয়ে আইপিএল খেলেছেন হুগলির এই ছেলে। তাঁর উইকেটকিপিংয়ের প্রশংসা করেছেন স্বয়ং অ্যাডাম গিলক্রিস্টও। টুর্নামেন্টের সেরা ক্যাচের তালিকায় নাম ছিল অভিষেকের। এদিকে রণজি ট্রফির অন্যম্যাচে পাঁচ রানের জন্য শতরান হাতছাড়া করলেন ত্রিপুরার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা।