এক ওভারে সাতটি ছয়। ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যন্য় নজির ভারতীয় ব্যাটার ঋতুরাজ গাইকোয়াডের। বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে ম্য়াচের উনপঞ্চাশ ওভারে এই কীর্তি তৈরি করলেন মহারাষ্ট্রের হয়ে খেলতে নামা ঋতুরাজ। ভারতের ঘরোয়া ক্রিকেটে ইতিহাস তো বটেই, এমনকী আন্তর্জানিক স্তরে তিনি ছাপিয়ে গেলেন গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী এবং যুবরাজ সিংকেও। এরমধ্যে সোবার্স এবং শাস্ত্রীর নজির লিস্ট-এ ক্রিকেটে। ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে ৬টি ছয় মেরেছিলেন যুবরাজ।
এদিন গুজরাতের মাঠে ৬ বলে ৭টি ছয় মারার ঘটনায়, ওভারে একটি নো-বল হয়েছিল। সেই ফ্রি-হিটেও ওভার বাউন্ডারি মারেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই কিংসে মহেন্দ্র সিং ধোনির সতীর্থ ঋতুরাজ। উত্তরপ্রদেশের বিরুদ্ধে তিনি অপরাজিত থাকেন ১৫৯ বলে ২২০ রান করে। তাঁর ইনিংস সাজানো ১৬টি ওভার বাউন্ডারি এবং ১০টি বাউন্ডারিতে।
ভারতের হয়ে এখনও পর্যন্ত একটি একদিনের ম্য়াচ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন ঋতুরাজ। তাঁর ২২০ রানের সৌজন্যে এই ম্য়াচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৫ উইকেটে ৩৩০ রান করে মহারাষ্ট্র।