দক্ষিণ আফ্রিকার মাটিতে চমক দিচ্ছে ভারতীয় ক্রিকেট। এই প্রথম তিনটি পৃথক ফরম্যাটে তিন জন পৃথক অধিনায়ককে দেখা যাবে। এখানেই শেষ নয়। এবার একদিনের সিরিজ শুরুর আগে দলের হেড স্যরও বদলে ফেলল বিসিসিআই। লোকেশ রাহুলের একদিনের দলের কোচ হলেন সিতাংশু কোটাক। তিনি ভারতীয় যুব দলের কোচ। তাঁর সঙ্গে থাকবেন ফিল্ডিং কোচ অজয় রাতরা এবং বোলিং কোচ রাজীব দত্ত। মূলত অ্যাকাডেমির কোচ দিয়েই দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে কাজ চালাবে টিম ইন্ডিয়া।
কিন্তু কেন এই বদল ? বোর্ড জানিয়েছেন, নিজের দল নিয়ে টেস্ট ক্রিকেটের জন্য রোহিত-বিরাটের অনুশীলনের উপর নজর রাখবেন রাহুল দ্রাবিড়। তাই একদিনের সিরিজে কেয়ারটেকার কোচের পদেই হেঁটেছে বিসিসিআই। টেস্ট চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখেই বোর্ডের এই সিদ্ধান্ত। ২৬ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত।
এদিকে, একদিনের সিরিজে দীপক চাহারের বদলির কথা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। একদিনের সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার যাচ্ছেন বাংলার পেসার আকাশদীপ সিং।