Mohun Bagan Vs East Bengal : ম্যাকলারেনের গোলে অক্ষত ডার্বির রেকর্ড, ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান

Updated : Jan 11, 2025 22:11
|
Editorji News Desk

১ মিনিট ৩৮ সেকেন্ড !

গুয়াহাটির মঞ্চে এখানেই শেষ ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবলে সবার উপরে মোহনবাগান সুপার জায়েন্ট। অস্কারের মঞ্চে নায়ক সবুজ-মেরুনের জেমি ম্যাকলারেন। তাঁর গোলের পর বাকি ৯০ মিনিট শুধু যাওয়া আর আসা। এছাড়া আর কিছু পাওয়া গেল না ভারতীয় ফুটবলের বড় ম্যাচ থেকে। 

৩৫ পয়েন্ট নিয়ে এখন লিগ শীর্ষে মোহনবাগান। এই ম্যাচের আগে সবুজ-মেরুন শীর্ষে ওঠার রাস্তা আরও পরিস্কার করে দিয়েছিল কলকাতার আর এক ক্লাব মহমেডান স্পোর্টিং। ক্রান্তিরাভা স্টেডিয়ামে কাসিমভের গোলে বেঙ্গালুরুকে হারিয়ে সবুজ-মেরুনের রাস্তা সোজা করে দেয় সাদা-কালো। 

প্রশ্ন হল কী ভাবে গোল খেল ইস্টবেঙ্গল ?

গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম তখন সবে গুছিয়ে বসার চেষ্টা করছে। এমন সময় নিজেদের হাফ লাইন থেকে ইস্টবেঙ্গল ডিফেন্সের দিকে একটা ডিপ ক্রস পাঠান আশিস রাই। তাতেই কেল্লাফতে। ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডারকে দর্শক করে চকিতে গোল জেমি ম্যাকলারেনের। পরিসংখ্যান বলছেন, আইএসএলে ডার্বির ইতিহাসে সবচেয়ে দ্রুততম। 

এরপর বাকি ৯০ মিনিট ?

ফুটবল হল। কিন্তু গোল হল না। এরমধ্যে প্রশ্ন উঠল সেই রেফারিং নিয়ে। ইস্টবেঙ্গল বক্সে কর্নার থেকে বঞ্চিত হল মোহনবাগান। আর পেনাল্টি পেল না ইস্টবেঙ্গল। তাতে অবশ্য কিছু যায় এল না মোহনবাগানের। কারণ, হোসে মলিনার দল প্রথম ১৫ মিনিটেই প্রতিপক্ষের শিরদাঁড়া ভেঙে দিতে পারে। এই ম্যাচেও তাই করল। 

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার দাবি করেছিলেন, আগামী দু বছরের মধ্যে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হবে। মনে হয়, এই কথা আইলিগ বা কলকাতা লিগের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আইএসএল ইস্টবেঙ্গলের কাছে এখনও অনেক দূরের গ্রহ। যা আরও একটা বড় ম্যাচে তাদের বুঝিয়ে দিল সবুজ-মেরুন। 

গুয়াহাটিতে ৯০ মিনিট পর ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান সুপার জায়েন্ট। ১১ নম্বরে ছিল ১১ নম্বরেই রয়ে গেল ইস্টবেঙ্গল। ম্যাচে লাল কার্ড দেখে পরের ম্যাচে নেই শৌভিক চক্রবর্তী। তাঁর এই লাল কার্ডে আবার এক নতুন রেকর্ড করল ইস্টবেঙ্গল। আইএসএলের একমাত্র দল যারা এক মরশুমে সাতটি লাল কার্ড দেখেছে। বড় ম্যাচে ইস্টবেঙ্গলের ইতিহাস বলতে এইটুকু। চোখে পড়ল ডেভিড হামার ও বিষ্ণুকে। আরও চোখে লাগল লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভাকে। যিনি গত বছর এপ্রিলে শেষবার ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছিলেন। ভাবা যায় !

যাই হোক, কলকাতা হোক বা গুয়াহাটি। আইএসএল ডার্বিতে ফলের কোনও পরিবর্তন হল না। এই নিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত মোহনবাগান। অস্কার মঞ্চে নায়ক জেমি ম্যাকল্যারেন। সবার উপরে মোহনবাগান সুপার জায়েন্ট। 

Mohun Bagan Super Giant

Recommended For You

editorji | খেলা

Novak Djokovic : অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল, বিস্ফোরক অভিযোগ জকোভিচের

editorji | খেলা

Kolkata Derby Legacy: সেই ডার্বি আর নেই ⚽! কোথায় গেল কলকাতা ফুটবলের সোনালি দিনগুলো?

editorji | খেলা

Kolkata Derby History: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, দুই ক্লাবের কাহিনী: এক শহরের দুই হৃদয়

editorji | খেলা

ISL Derby 2025 : গুয়াহাটিতেই সিলমোহর, ISL-এর ফিরতি ডার্বি বানালির ডেরায়

editorji | খেলা

BGT 2025 : প্রাপ্তি একটা নীতীশ, দুঃস্বপ্নে বিরাট-রোহিতদের ডাউন আন্ডার