ডার্বি দেখতে যেতে হবে তো ! ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি বড় ম্যাচ হবে ১১ জানুয়ারিতেই। এই খেলা হতে চলেছে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। গত কয়েকদিন ধরেই এই ম্যাচের ভেন্যু নিয়ে টালবাহানা চলছিল। সেই দিক থেকে বাকি অন্য মাঠের থেকে এগিয়ে রয়েছে গুয়াহাটি। অপেক্ষা এখন বল গড়ানোর।
সম্প্রতি এই ম্যাচ নিয়ে রাজ্য জানিয়েছিল, গঙ্গাসাগর মেলার জন্য ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ কলকাতায় করা সম্ভব নয়। কারণ, এবার অনেক বেশি করে পুলিশ লাগবে মেলার প্রাঙ্গনে। রয়েছে জঙ্গি হামলার ভ্রুকুটি। তাই সাগর মেলা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না রাজ্য।
রাজ্যের ক্রীড়ামন্ত্রীর এই ঘোষণার পরেই শুরু হয় জল্পনা। সম্ভাব্য ভেন্যু হিসাবে উঠে আসে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়াম, জামেশপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেস এবং দিল্লির জওহর লাল নেহরু স্টেডিয়ামের নাম। কলকাতার থেকে খুব কাছেই ভুবনেশ্বর এবং জামশেদপুর।
বাংলার পাশাপাশি মকরের আগে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে ভুবনেশ্বরে। জামশেদপুর পিছিয়ে যায় দর্শকাসনের জন্য। আর এই ঠান্ডায় কে চাইবে দিল্লিতে খেলতে ? তাই, এই দৌড়েই উঠে আসে গুয়াহাটির কথা। যা খবর, তাতে জন অ্যাব্রাহামের নর্থ-ইস্টের মাঠেই আইএসএলের ফিরতি ডার্বি খেলবে লিগ টেবলের শীর্ষে থাকা মোহনবাগান। প্রতিপক্ষ লাল-হলুদ।
গত বছর আরজি কর-কাণ্ডের সময় ডার্বি সরেছিল কলকাতা থেকে। হাসপাতালের ঘটনার প্রভাব যাবে মাঠের গ্যালারিতে না আসে, তার জন্য আগাম সতর্ক ছিল রাজ্য। এবার অনেক আগে থেকেই আইএসএলের ফিরতি ডার্বি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে রাজ্যের ক্রীড়া দফতর।