হাতে এখন ঢের সময়। তার আগেই বিশ্বকাপ এসে গেল কলকাতায়। শহরের এক বেসরকারি স্কুল থেকে শুরু হয়ে গেল বিশ্বকাপের ট্রফির ট্যুর। আর অনুষ্ঠানে উপস্থিত থেকে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং সদ্য এমসিসির সদস্য ঝুলন গোস্বামী জানিয়েছেন, ঘরের মাঠে এগিয়ে থেকেই শুরু করবে রোহিতের টিম ইন্ডিয়া। প্রায় তিন মাস আগে থেকেই বিভিন্ন শহর এবং বিভিন্ন দেশে ঘুরবে এই ট্রফি।
এই প্রথম একক ভাবে বিশ্বকাপ আয়োজন করেছে ভারত। চেন্নাই থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে থেকেই এখন শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। শেষবার ২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছিলেন নেতা মহেন্দ্র সিং ধোনি। ১২ বছর পর ঘরের মাঠে এবার বিশ্বকাপ জয়ের সুযোগ থাকছে অধিনায়ক রোহিত শর্মার কাছে।
এই বছর মোট ১৮টি দেশ ঘুরে ভারতে আসবে বিশ্বকাপের ট্রফি। যে ১৮টি দেশের ক্রিকেট বিশ্বকাপের ট্রফি যাবে, তার মধ্যে অধিকাংশ দেশই ফুটবল প্রধান। তার মধ্যে রয়েছে ইতালি, ফ্রান্স ও নাইজেরিয়া। এই বছর যোগ্যতা নির্ণায়ক ম্যাচে অংশ নিয়েছিল আমেরিকা। সেখানেও যাবে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি।