বিশ্বকাপের স্বপ্ন দেখছে আফগানিস্তান । স্বপ্ন দেখাচ্ছেন রশিদ খানেরা । টি২০ বিশ্বকাপের শুরুই হল জয় দিয়ে । তাও আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে । একটা, দু'টো রান নয়, ৮৪ রানে কিউয়িদের হারিয়ে দিয়েছে আফগানিস্তান । এই প্রথম আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও ম্যাচ হারল নিউজিল্যান্ড । যা বড় চমক বলছে ক্রিকেটমহল ।
টস জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন । দুই ওপেনার গুরবাজ এবং ইব্রাহিমের ঝোড়ো ইনিংসেই আফগানিস্তানকে পৌঁছে দেয় ১৫৯ রানে । পাঁচটি ছক্কা এবং পাঁচটি চার মেরে ৮০ রান করেন গুরবাজ ।
১৬০ রানের লক্ষ্য নিয়ে কিউয়িরা মাঠে নামলেও, মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস । উইলিয়ামসন থেকে ড্যারিল মিচেল...রান পাননি কেউই । চার উইকেট নেন রশিদ খানও। মহম্মদ নবি নেন ২ উইকেট । সবমিলিয়ে টি ২০ বিশ্বকাপের চমকপ্রদ শুরু করল নিউজিল্যান্ড ।