বিশ্বকাপ অতীত করে এবার প্রাক্তন স্ত্রী হাসিন জাহান সম্পর্কে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। এক সাক্ষাৎকারে ভারতীয় স্পিডস্টার দাবি করেছেন, তিনি খুনি নন, যে পালিয়ে যাবেন। তাঁর বিরুদ্ধে হাসিনের সব অভিযোগই ওই সাক্ষাৎকারে উড়িয়ে দিয়েছেন শামি। বিশ্বকাপ শুরুর আগেই কলকাতায় তাঁকে আদালতে হাজিরা দিয়ে যেতে হয়েছিল।
সাক্ষাৎকারে বাংলার এই বোলার জানিয়েছেন, সাময়িক মানসিক ভাবে তিনি চাপে ছিলেন। কিন্তু পরিবার তাঁর পাশে ছিল। এই বিশ্বকাপে শামিকে নিয়ে প্রায় রোজই মুখ খুলেছিলেন হাসিন। ফাইনালে ভারতের হারের পর দাবি করেছিলেন, খারাপ মানুষরা কোনওদিন জিততে পারেন না। যা নিয়ে তাঁকে ট্রোলড হতে হয়েছে।
ভারতের মাটিতে বিশ্বকাপে ২৪ উইকেট শিকারির নাম মহম্মদ শামি। এরমধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচে সাত উইকেট নিয়ে রেকর্ড করছিলেন তিনি। জাহির খানকে ছাপিয়ে আইসিসির কোনও টুর্নামেন্টে শামি-ই একমাত্র ভারতীয় বোলার, যিনি সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন।