ভারতীয় ক্রিকেটের অমূল্য সম্পদ হার্দিক পান্ডিয়া। এক ক্রীড়া ওয়েব সাইটকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজার। তিনি জানিয়েছেন, কপিল দেব পরবর্তী সময় হার্দিকের মতো কোনও বোলিং অলরাউন্ডার আসেননি। তাই ভারতীয় ক্রিকেটের উচিত হার্দিকের মতো সম্পদকে আগলে রাখা।
বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে পুণেতে চোট পেয়েছিলেন মুম্বইয়ের এই ক্রিকেটার। এরপর আর বিশ্বকাপ খেলা হয়নি। তাই আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হার্দিককে মাঠে ফেরাতে এখন মরিয়া বিসিসিআই। তাঁর জন্যই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে ১৮ সপ্তাহের এক প্রকল্প শুরুর কথা ভাবছে বোর্ড।
ওই ওয়েব সাইটে অজয় জাদেজা জানিয়েছেন, কপিল দেবের নেতৃত্বে তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। হার্দিক অনেকটা কপিলের মতো বলেই দাবি করেন জাদেজা। গুজরাত ছেড়ে এবার আইপিএলে ফের মুম্বইয়ে খেলবেন হার্দিক। ইতিমধ্যে ভারতের আর এক ক্রিকেটার রবিচন্দ্রণ অশ্বিন বলছেন, সম্পদ হাতে পেয়ে গেলেন রোহিত। কারণ, ক্রিকেটার হার্দিক ভগবানের দান।