বিশ্বকাপে আফগানিস্তান টিমের মেন্টর ছিলেন অজয় জাদেজা। সেই আফগানিস্তান টিম এবার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছে। পাকিস্তান টিমের কোচিংয়ের দায়িত্ব নেবেন কি তিনি! জাদেজা একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনটি শব্দে জবাব দিয়েছেন। জানিয়েছেন, আই অ্যাম রেডি। তিনি বলেন, তিনি যা শিখেছেন, সেটাই আফগান ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করেছেন।
এবার বিশ্বকাপে চারটি ম্যাচ জিতেছে আফগানিস্তান। বিশ্বকাপে ছয় নম্বরে শেষ করে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যোগ্যতা অর্জন করেছে। এবার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ে আফগানিস্তান।
এবার আফগানিস্তানের এই পারফরম্যান্স নিয়ে অজয় জাদেজাকে কৃতিত্ব দেন সচিন তেন্ডুলকর। সচিনকে বলতে শোনা যায়, আফগানিস্তানের পারফরম্যান্সকে অসাধারণ বললে বাড়িয়ে বলা হবে না। ব্যাট হাতে শৃঙ্খলা, মানসিকতা, স্ট্রাইক রোটেট, সব মিলিয়ে প্রচুর খেটেছে তাঁরা। এটা সম্ভব হয়েছে, অজয় জাদেজার প্রভাবের জন্য।