একদিনের বিশ্বকাপের কিছুদিন আগে আফগানিস্তান টিমের কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন অজয় জাদেজা। বিশ্বকাপে বড় বড় টিমকে হারিয়ে জায়ান্ট কিলার হয়ে উঠেছে আফগানিস্তান।
এবার সুযোগ পেলেন মুকেশ আম্বানির মালিকাধীন একটি ক্রিকেট ক্লাবের ব্যাটিং কোচ অজয় জাদেজা। আরব আমিরশাহির T20 টুর্নামেন্টে মুম্বই এমিরেটস টিমের দায়িত্ব নিলেন তিনি।
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে আমিরশাহির আইএলT20 টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সন এমিরেটস অংশ নেবে। প্রথম ম্যাচ ২০ জানুয়ারি। প্রতিপক্ষ দুবাই ক্যাপিটালস। এই দলের কোচ রবিন সিং। এবার আমিরশাহিতে দেখা যাবে টিম ইন্ডিয়ার বিখ্যাত রবিন-জাদেজা জুটি।