ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে নামছে টিম ইন্ডিয়া (India vs England)। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়াই লক্ষ্য ভারতের। কিন্তু দলে কি ফিরবেন বিরাট (Virat Kohli)! তা নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রথম ওয়ান ডে ম্যাচে বাদ পড়েছেন বিরাট। বোর্ড সূত্রে খবর, লর্ডসে নামার জন্য এখনও সুস্থ নন বিরাট।
প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের বিরুদ্ধে সবথেকে কম রানে অলআউট হয়ে গিয়েছে ইংল্যান্ড। সৌজন্যে জসপ্রীত বুমরার বিধ্বংসী বোলিং। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। তাই বিরাটের অনুপস্থিতি প্রথম ম্যাচে একেবারেই টের পায়নি টিম। মাত্র একদিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাচ। তাই দ্বিতীয় ম্যাচেও না খেলারই সম্ভাবনা বিরাটের।
আরও পড়ুন: শুটিং বিশ্বকাপে দাপট বাংলার, মিক্সড ডাবলসে সোনা জয় মেহুলি ঘোষের
বিরাট না থাকায়, টিমে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার। গত ম্যাচে তিন নম্বরে নামার কথা ছিল শ্রেয়স আইয়ারের। কিন্তু ওপেনিং জুটিতে রোহিত ও শিখর ধাওয়ানই ম্যাচ শেষ করে আসেন। আশা করা হচ্ছে, লর্ডসে ব্যাট করার সুযোগ পাবেন শ্রেয়স। ইংল্যান্ড বোলারদের শর্ট বল লর্ডসে কীভাবে মোকাবিলা করেন শ্রেয়স, সেদিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। কারণ, তাঁর ব্যাটিং স্টাইল ইতিমধ্যেই বিশ্বের অন্য টিমগুলির কাছে প্রকাশ্যে এসে গিয়েছে। তাই আইয়ারের বিরুদ্ধে ইংল্যান্ড বোলারদের পরিকল্পনা কী থাকে, সেদিকে নজর থাকবে।
এদিকে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ইংল্যান্ডের। অধিনায়ক জোস বাটলাররও টিমেরও স্ট্র্যাটেজিতে বদল আনতে পারেন। তাই এই ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেট অনুরাগীরা।