আইপিএল নিয়ে দুর্নীতির অভিযোগ । বেআইনিভাবে আইপিএল সম্প্রচারের অভিযোগ জুয়া সংস্থার বিরুদ্ধে । জানা গিয়েছে, ঘটনায় প্রায় ১০০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে সম্প্রচারকারী সংস্থা ভায়াকম১৮ । ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ । এদিকে, এই দুর্নীতির ঘটনায় নাম জড়িয়েছে বাদশাহ কন্যা সুহানা খানের ।
জানা গিয়েছে, ওই জুয়া সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন সুহানা । শুধু তিনি নয়, সঞ্জয় দত্ত, গায়ক বাদশাহ, জ্যাকলিন ফার্নান্ডেজে, তমান্না ভাটিয়ারা প্রচার করেছিলেন ওই সংস্থার হয়ে । জানা গিয়েছে, এই বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । বক্তব্যও রেকর্ড করা হয়েছে । বেআইনিভাবে আইপিএল দেখানোর বিষয়টি ওই তারকারা জানতেন কি না, সেটাই খতিয়ে দেখছে মহারাষ্ট্র পুলিশ ।
জানা গিয়েছে, দুর্নীতির মামলায় গ্রেফতার বছর ৫১-র ব্যক্তি ওই জুয়া সংস্থায় কাজ করতেন । নাম গুলাম আব্বাস মুনি । তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ । একইসঙ্গে তাঁদের নজরে রয়েছেন বলি তারকারাও ।