সাজঘরে বসে সুখটান দিচ্ছেন পাক ক্রিকেটার ইমাদ। তাঁর এই ছবি ভাইরাল হতেই, বদলে গেল পাকিস্তান সুপার লিগের নাম। নেটপাড়ায় এখন কটাক্ষ করা হচ্ছে পাকিস্তান স্মোকিং লিগ নামে। রবিবার ছিল এই লিগের ফাইনাল। ওইদিন এই ভিডিও ভাইরাল হয়। যার সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
ফাইনালে মুখোমুখি হয় ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানস। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেন পাক স্পিনার ইমাদ। ভিডিওতে দেখা যায়, সাজঘরে বসে সিগারেটে টান দিচ্ছেন। তবে ক্যামেরা দেখে আবার তা লুকিয়েও নিচ্ছেন।
অভিযোগ পাশে বসে থাকা সত্ত্বেও ইমাদকে সুখটান থেকে বিরত করেননি দলের কোচ। তবে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া নেট পাড়ায়। কেউ বলছেন এই আচরণ খুব খারাপ বিজ্ঞাপন। আবার কেউ বলছেন, ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার এটাই উদযাপন।