১০ বছরে বর্ডার-গাভাসকর ট্রফিতে সবথেকে বড় হার। পার্থে জয় পেলেও টিমের নীতি পাল্টাতে ব্যর্থ টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরা সিরিজে ৩২টি উইকেট পেয়েছেন। কিন্তু তাঁকে সাপোর্ট দেওয়ার মতো কোনও বোলার ছিল না। সিরাজ ও আকাশদীপ সেভাবে সাপোর্ট করতে পারেননি। মহম্মদ শামির অভাব গোটা সিরিজে ভোগাল টিমকে। এবার এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে হারতে হয়েছে। বিরাট কোহলির ফর্ম নিয়ে খোঁচা দিয়েছেন সৌরভ। গম্ভীরকেও কটাক্ষ করেছেন তিনি। সৌরভের দাবি, "টেস্ট ক্রিকেটে ব্যাট না করলে জেতা যায় না। আমাদের আরও ভাল ব্যাট করা উচিত ছিল। ১৭০-১৮০ রান করলে কখনও জয় আসবে না। কমপক্ষে ৩০০-৪০০ করতে হবে। কেউ তা হলে দোষও দিতে পারে না। প্রত্যেক ব্যাটারের রান করা উচিত ছিল।"
বর্ডার গাভাসকর ট্রফিতে ১০টি ইনিংসে মাত্র দুবার ৩০০-এর গণ্ডি পার করতে পেরেছেন ভারতীয় ব্যাটাররা। পার্থে সেঞ্চুরি করলেও গোটা সিরিজে ব্যর্থ বিরাট কোহলি। আউট সাইড অফ স্ট্যাম্পের ফাঁদে আটবার আউট হয়ে ফিরেছেন। তাঁর মোট রান ১৯০। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ জানান, "জানি না, বিরাট কেন ভাল খেলতে পারছেন না। খুব তাড়াতাড়ি সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।"
বর্ডার-গাভাসকর ট্রফিতে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। ওপেনিংয়ে একবার তাঁর সঙ্গে এসেছেন কে এল রাহুল। আবার কখনও রোহিত শর্মা। নন স্ট্রাইকিং এন্ডে যেই থাকুন, যশস্বী এই সিরিজে নিজের মতো রান করে গিয়েছেন। ১০টি ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৯১ রান। গড় ছিল ৪৩.৪৪।
তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, টেস্ট ক্রিকেটে এই টিম ইন্ডিয়া অনেকটাই দুর্বল। গত জুন মাসে T20 বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটের কোচিংয়ের পদ থেকে অব্যহতি দিয়েছেন রাহুল দ্রাবিড়। এরপরই বোর্ড হেড কোচ হিসেবে বেছে নেয় KKR-এর মেন্টর গৌতম গম্ভীরকে। গম্ভীর দলে ফেরায় জাতীয় টিমে বেশ কিছু ইগোর সমস্যা তৈরি হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বর্ডার-গাভাসকর ট্রফিতে হারের পর ভারতীয় দলে মূলত নর্থ ও ওয়েস্ট লবির মধ্যে সংঘাত প্রকাশ্যে চলে এসেছে। শেষ টেস্টে রোহিত শর্মা বিশ্রামে ছিলেন। তা নিয়েই বিতর্ক তৈরি হয়। এই নিয়ে প্রশ্ন তোলেন সঞ্জয় মঞ্জরেকর। গম্ভীর, বিরাটদের দিকে আঙুল তুলেছেন অনেক প্রাক্তনরাও।