আমেদাবাদে চতুর্থ টেস্ট। আর মাঠে দেখা গেল দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অ্যান্থনি অ্যালবানেজকে। জি-২০ সম্মেলনে দেশে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই প্রধানমন্ত্রীকে সম্মান জানাল বিসিসিআই। একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর দুই প্রধানমন্ত্রীকে মাঠে একটি গাড়ি নিয়ে ঘুরতেও দেখা যায়। রোহিত শর্মা ও স্টিভ স্মিথের হাতে বিশেষ টুপি তুলে দেন দুই প্রধানমন্ত্রী।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। টিমে ফিরেছেন মহম্মদ শামি। বাকি টিম অপরিবর্তিত আছে ভারতের। ইন্দোরে হারের ধাক্কা কাটিয়ে এই টেস্টে জিতলেই সিরিজ জিতে যাবে ভারত।
এদিকে এই ম্যাচ সিরিজের সমতা ফেরানোর লড়াই অস্ট্রেলিয়ার। ইন্দোরের পর এই টেস্ট থেকে ঘুরে দাঁড়াতে চায় তাঁরাও। আমেদাবাদে বড় রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া।