আগামী বছর তিনি আইপিএল খেলতে আসবেন। নামবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। তার আগে গত দেড় মাসে ভারতের মাঠে যে ব্যাটিং প্রোমো রেখে গেলেন, তাতে আগামী কয়েকটা দিন সবাই মনে রাখবেন গ্লেন ম্যাক্সওয়েলকে। রোজই তিনি খেলেন না। তবে, তিনি যেদিন খেলেন, সেদিন সবাই দেখে।
শুরু হয়েছিল ফিরোজ শাহ কোটলায়। বাড়ি ফেরার আগে শেষ করলেন বর্ষাপাড়ায়। এই বিশ্বকাপে তাঁর ব্যাটেই দ্রুততম শতরান। এই বিশ্বকাপে তাঁর ব্যাটেই একমাত্র ডবল। মঙ্গলবারের বর্ষাপাড়ায় তিনি খেললেন, আর ভারত দেখল। ১২ বলে প্রয়োজন ছিল ৪২ রান।
ভারত জিতবে। এই আত্মবিশ্বাস যখন ফুটছে, তখনই উঠল ম্যাক্সি-ঝড়। ৪৮ বলে ১০৪ রানে অপরাজিত গ্লেন ম্যাক্সওয়েল। ভারত হেরে গেল। উপমহাদেশের মাটিতে আপাতত এখানে তিনি শেষ করলেন। অপেক্ষা করছে আরসিবি। আবার মাঠে নামবে KGF। মানে কোহলি, গ্লেন এবং ফ্যাপ।