এক ওভারে ৩টি ছয়। আর সেই ৩ ছয়ে ম্যাচ ঘুরে গিয়েছে। রিঙ্কু শেষ বলে বাউন্ডারি মারলেও সোমবার পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আসল নায়ক আন্দ্রে রাসেল। এতদিন ফর্মে ছিলেন না। রানে ফিরতে মুখিয়ে ছিলেন। পঞ্জাবের বিরুদ্ধে হঠাৎ কী এমন ঘটল, যাতে তেতে গেলেন রাসেল। নিজেই জানালেন সেই কথা।
সোমবার ২ ওভার বাকি ছিল ২৬ রান। রাসেল ও রিঙ্কু জুটিতে ভরসা করেছিলেন সমর্থকরা। ইডেনের গ্যালারি রাসেলের জন্য গর্জে উঠেছিল। পঞ্জাবের হয়ে বল করতে আসেন স্যাম কারেন। সেই ওভারেই ৩টি ছয়। মোট ২০ রান তুলে নেয় কেকেআর। ম্যাচের পর রাসেল জানান, "২ বছর আগে স্যাম কারেনের ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছিলাম। এবার তাই ওর কোনও বল ছাড়িনি। প্রত্যেক বল ইয়র্কার হবে, এটা প্রত্যাশা করা ভুল। কখনও বোলাররা বোকা বানায়। এবার যা হয়েছে, তাতে খুশি।"
রান তাড়া করার হিসেবে ১৮তম ওভারকেই বেছে নিতে হত কেকেআরকে। সেই ওভারে বড় রান এলে শেষ ওভারে চাপ অনেক কম হয়। কারেনের বলে আউট হওয়ার স্মৃতিকে ফিরিয়ে এনেই বিধ্বংসী ব্যাটিং আন্দ্রে রাসেলের। এই মরশুমে প্রথম তাঁর ব্যাট থেকে বড় রান এল। ম্যাচ জেতালেন ক্যারিবিয়ান তারকা।