বিশ্বকাপ জয়ের আবেগ তখন বাঁধ মানছে না। মাঠেই কেঁদে ফেলেছেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলির চোখেও জল। টেলিভিশনে বসে সেই সব দৃশ্য দেখার পর মা অনুষ্কাকে প্রশ্ন করেন বিরাটের মেয়ে ভামিকা। সোশ্যাল মিডিয়ায় সে কথা জানালেন অনুষ্কা নিজেই।
টেলিভিশনে সবাইকে কাঁদতে দেখে ভামিকার চিন্তা ছিল, ওদের কান্না মোছানোর জন্য কে জড়িয়ে ধরবে? অনুষ্কা তখন জানিয়ে দেন, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী আছে। অনুষ্কা লেখেন, "কী দারুণ জয়, কী দারুণ কৃতিত্ব। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।"
এবার বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে গ্যালারিতে দেখা যায় অনুষ্কাকে। ওয়েস্ট ইন্ডিজে একবারও দেখা যায়নি তাঁকে। শনিবার ব্রিজটাউনে বিশ্বকাপ ফাইনালে তাঁর ব্যাট থেকে এলে ৭৬ রানের ইনিংস। ওই ইনিংসেই পার্থক্য তৈরি করে দেয়। ট্রফি জয়ের পরই T20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট।