মুক্তি পেতে চলেছে ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'। প্রধান চরিত্রে অনুষ্কা শর্মা। শনিবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২০ বছরের দীর্ঘ কেরিয়ার শেষ করলেন ঝুলন। অবসরের পর সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অনুষ্কার।
বর্তমানে 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিংয়ের জন্য ইংল্যান্ডেই আছেন অনুষ্কা। শনিবার লর্ডসে অবসর নেওয়ার পর অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় ঝুলন গোস্বামীর একটি ছবি শেয়ার করেন। তার নিচে লেখেন, "প্রেরণা। আদর্শ। একজন লেজেন্ড। ইতিহাসে তোমার নাম থেকে যাবে। ধন্যবাদ ঝুলন গোস্বামী। মেয়েদের ক্রিকেটকে বদলে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।"
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুষ্কা শর্মা জানান, ঝুলনের কেরিয়ার আর সাফল্যে নিয়ে বিরাটের সঙ্গে তাঁর মাঝেমাঝেই আলোচনা হয়। শুটিংয়ের ভিডিও বিরাচের সঙ্গে শেয়ারও করেন অনুষ্কা। অনুষ্কা জানান, "আমার কোচেরও পরামর্শ নিয়ে থাকি কখনও। বিরাটের কাছে ব্যাটিং টিপসও চাই।" আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে চাকদা এক্সপ্রেস।