২০১৭ সালে ইতালিতে গাঁটছড়া বেঁধেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। দেখতে দেখতে ছয়টা বছর কেটে গিয়েছে। এত বছর পরেও একের অন্যের প্রেমেই মজে রয়েছেন বিরুষ্কা। যা ধরা পড়ল তাঁদের ষষ্ঠ অ্যানিভার্সারির পোস্টে।
অ্যানিভার্সারির একদিন পরে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন বিরুষ্কা। বিরাট কোহলির সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'ভালোবাসায় ভরা একটা দিন কাটল পরিবার এবং বন্ধুদের সঙ্গে। ইনস্টাগ্রামে পোস্ট করতে দেরি করে ফেললাম কী? অন্তহীনের ৬ বছর পূর্ণ হল আমার ভালোবাসার সঙ্গে।' যে পোস্টে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। বিরাটও অনুষ্কার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে একটি লাল টুকটুকে হৃদয়ের ইমটিকন দিয়েছেন।
আরও পড়ুন - নতুন বছরের শুরুতেই মেসি-রোনাল্ডো দ্বৈরথ, সৌদি আরবে নয়া জার্সিতে মুখোমুখি দুই তারকা
এছাড়াও দুজনেই ইন্সটাগ্রামে একাধিক স্টোরি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তাঁদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাঁদের পরিবার এবং বন্ধুরা। যা দেখে বোঝাই যাচ্ছে রীতিমতো কেক কেটে রীতিমতো হইহই করে বিয়ের জন্মদিন পালন করেছেন বিরাট-অনুষ্কা।