এবারের আইপিএল (IPL 2022) সম্পূর্ণ নতুন অরুণলালের (Arun Lal) কাছে। এর আগে অনেকবার ইডেন গার্ডেন্সে এসেছেন। এবার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। সস্ত্রীক খেলা দেখতে এলেন অরুণ লাল। তবে টিমের পছন্দে দুজন দুই মেরুতে।
এদিন মাঠে এসে প্রেস বক্সের পাশের ঘরে গিয়ে বসলেন অরুণ লাল ও তাঁর স্ত্রী বুলবুল (Bulbul Saha)। অরুণ লাল জানান, তাঁর পছন্দের দল বেঙ্গালুরু। কারণ আরসিবি টিমে বাংলার দুই ক্রিকেটার শাহবাজ ও আকাশদীপ সিং আছেন। বুলবুলের পছন্দ যদিও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। তিনি জানান, লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা কলকাতার লোক। তাই লখনউকেই সমর্থন করবেন তিনি।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল আইএসএল জট,ইস্টবেঙ্গলে বিনিয়োগ করবে ইমামি
বৃহস্পতিবারই বাংলা দলের সঙ্গে রঞ্জির কোয়ার্টার ফাইনাল খেলতে বেঙ্গালুরু যাচ্ছেন অরুণ লাল। বুলবুলের স্কুলেরও গরমের ছুটি পড়ে গিয়েছে। তাই অরুণ লালের সঙ্গে তিনিও বেঙ্গালুরু যাচ্ছেন তিনি। সেখানেই মধুচন্দ্রিমা সারবেন নবদম্পতি। গত ম্যাচে ঋদ্ধি রান পাননি। মহম্মদ শামিও উইকেট পাননি। অরুণলাল জানান, শামি চ্যাম্পিয়ন বোলার। এক একটা দিন এরকম যেতেই পারে।