পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে পাক ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন ভারতীয় পেসার অরুন্ধতী রেড্ডি। আর সেই কারণে এবার তাঁকে সতর্ক করল আইসিসি।
কী করেছেন অরুন্ধুতী?
আসলে, রবিবার দুবাইয়ে মহিলা টি- টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল পাক ব্যাটিং লাইনআপ। সেই সময় কামব্যাক করার চেষ্টা করেন নিদা দার। কিন্তু তিনি মাত্র ২৮ রান করেই আউট হয়ে যান।
নিদাকে প্যাভেলিয়ানে ফেরান ভারতীয় মহিলা পেসার অরুন্ধতী। আর এই উইকেট নেওয়ার পর সেলিব্রেশন শুরু করেন তিনি। নিদাকে প্যাভেলিয়ানের দিকে ফিরে যাওয়ার ইঙ্গিত দেন। অরুন্ধতীর এই আচরণের কারণে আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারা লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ।
এই কারণেই আইসিসির কোপে পড়েছেন অরুন্ধতি। তবে, যেহুতু প্রথমবার এই আচরণ করেছেন তিনি সেই কারণে আপাতত তাঁকে সতর্ক করেছে আইসিসি। একই সঙ্গে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে অরুন্ধতীর বিরুদ্ধে। এই আচরণের পুনরাবৃত্তি হলে এবার শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে।