নাগপুরে মাত্র ৩ দিনে শেষ টেস্ট। শুক্রবার থেকে ফিরোজ শাহ কোটলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (India Vs Australia) খেলতে নামছে টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় টেস্টেও রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাই কাঁটা হতে পারে অস্ট্রেলিয়ার।
গত ৩০ বছর ফিরোজ শাহ কোটলার মাঠে কোনও টেস্ট হারেনি টিম ইন্ডিয়া। পরিসংখ্যান বলছে, সাম্প্রতিককালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে ২টি টেস্টে জিতেছে ভারত। ১টি টেস্ট ড্র হয়েছে। টিমে ফিরেছেন চেতেশ্বর পূজারা। ঘরের মাঠে রান না পাওয়ার আক্ষেপ মেটাতে চাইবেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। টিমে ওপেন করবেন শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন: সেলফি নিয়ে বিপাকে, মুম্বইয়ে ক্লাবের বাইরে হাতাহাতি পৃথ্বী শ-এর! ধৃত তরুণী
দিল্লির পিচ যে স্পিন সহায়ক উইকেট হবে, তা নতুন করে বলার নেই। সুবিধা পাবেন অশ্বিন ও জাদেজা। বর্ডার-গাভাসকর ট্রফিতে এই ম্যাচ জিতে গেলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে ভারত। সেটাই লক্ষ্য অধিনায়ক রোহিত শর্মার।