শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে কার্যত ছিটকে গিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। তবুও ম্যাচ শেষে ভারত অধিনায়কের একটি দাবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। ম্যাচ শেষে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল, ভারত-পাকিস্তান কী ফাইনাল হতে পারে ? তাতে রোহিত জবাব দেন, হবে তো, একটু ধৈয্য ধরুন। ভারত অধিনায়কের এই মজাই এখন ভাইল সোশাল মিডিয়ায়।
যদিও বুধবার পাকিস্তানের হাতেই ঝুলে আছে ভারতে এশিয়া কাপে টিঁকে থাকার ভাগ্য। শারজায় এশিয়া কাপে পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্য়াচ যদি আফগানিস্তান জিতে যায়, তাহলে ভারতের কাছে একটা আশা থাকবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার চার পয়েন্ট থাকবে। পাকিস্তান ও আফগানিস্তান দু জনের পয়েন্ট হবে দুই। আর ভারত যদি তাদের শেষ ম্য়াচে আফগানিস্তানকে হারায়, তাহলে ভারতের পয়েন্ট হবে দুই। ফলে তখন ভারত-পাকিস্তান ও আফগানিস্তান তিন জনেই এক পয়েন্টে দাঁড়িয়ে থাকবে। তখন শেষ ম্যাচেও শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে হারায়, তাহলে ভারতে টিঁকে থাকার একটা আশা থাকবে।
কারণ, পর পর দুটি ম্যাচ হেরে ভারতের রান রেট কার্যত তলানিতে। এরপরে ভারত অধিনায়কের দাবি, তাঁর দলে ম্যাচ জেতা-হারার কোনও প্রভাব পরে না। টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম হালকা মেজাজে আছে বলেই রোহিত শর্মার দাবি।
ভারত অধিনায়কের একটি দাবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। ম্যাচ শেষে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল, ভারত-পাকিস্তান কী ফাইনাল হতে পারে ? তাতে রোহিত জবাব দেন, হবে তো, একটু ধৈয্য ধরুন। ভারত অধিনায়ক এই মজাই এখন ভাইল সোশাল মিডিয়ায়।