অবশেষে সত্যি হল আশঙ্কা। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (Srilanka Cricket Board) জানিয়ে দিল, তাদের পক্ষে এশিয়া কাপ (Asia Cup) আয়োজন করা সম্ভব হচ্ছে না। নেপথ্যে দেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট। কিন্তু তা বলে বাতিল হচ্ছে না এশিয়া কাপ। পরিবর্তিত পরিস্থিতি এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) । এ-কথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
এশিয়া কাপ কোথায় হবে তা নিয়ে জল্পনা চলছিল। বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিলের একটি বৈঠক ছিল। সেই বৈঠকের শেষে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদসংস্থা পিটিআইকে জানান, এ-বারের এশিয়া কাপ আরব আমিরশাহিতে হবে। কারণ সেটিই একমাত্র ভেন্যু যেখানে বৃষ্টির সম্ভাবনা নেই।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। আগামী ২৭ অগস্ট থেকে এশিয়া কাপ শুরু হওয়ার কথা রয়েছে। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানানো হয়েছিল, তাদের পক্ষে এবারের এশিয়া কাপের আসর আয়োজন সম্ভব নয়। দ্রুত বিকল্প ব্যবস্থা নিল এশিয়ান ক্রিকেট বোর্ড।