অল্পের জন্য রক্ষা পেল ঘরোয়া ক্রিকেটে ঋষভ পন্থের দ্রুততন শতরানের নজির। ছত্তিশগড়ের বিরুদ্ধে ৫৬ বলে শতরান করলেন অসমের রিয়ান পরাগ। রাজস্থানের হয়ে আইপিএল খেলা এই ক্রিকেটার, বহুদিন ধরেই ভারতীয় দলে ব্রাত্য। ৮৭ বলে ১৫৫ রান করে আউট হন তিনি। ১১টি চার এবং ১২টি ছয় মেরেছেন।
২০১৬ সালে ঝাড়খন্ডের বিরুদ্ধে দিল্লির পন্থ ৪৮ বলে শতরান করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়ান। তৃতীয় স্থানে নমন ওঝা। যদিও শতরান করেও অসমকে বাঁচাতে পারেননি রিয়ান। কারণ এই ম্যাচ ১০ উইকেটে জিতেছে ছত্তিশগড়।
এদিকে রণজি ট্রফির প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়ে হতাশ বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ১ উইকেটে ৮২ রান করে বাংলা। ওপেনার সৌরভ পাল করেন ৩০ রান। রণজি ট্রফিতে বাংলার পরের ম্যাচ রিঙ্কু সিংরে উত্তরপ্রদেশের বিরুদ্ধে।