একদিনের ক্রিকেটের পর এবার টি২০ সিরিজও জিতল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল । ভারতকে ৭ উইকেটে হারিয়ে দিলেন অজিরা । ৮ বল বাকি থাকতেই সিরিজ পকেটে পুড়ে ফেলেন লিচফিল্ডরা । রিচার লড়াই কাজে এল না শেষপর্যন্ত । এদিন, ফের একবার ব্যাটে-বলে ব্যর্থ হলেন হরমনপ্রীতরা । তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল অজিরা ।
এদিন, শুরুটা ভালই করেছিলেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা । কিন্তু, রান পেলেন না মিডল অর্ডারের ব্যাটসম্যানরা । কেউই সেভাবে বড় রান পাননি । ১৭ বলে ২৬ রান করেন শেফালি । মন্ধানা ২৮ বলে ২৯ রান করেন । রিচার ব্যাট থেকে এসেছে ৩৪ রান । ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে ভারত ।
ভারতের স্কোর তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করলেন হিলি এবং বেথ মুনি । প্রথম ১০ ওভারে এই জুটি তুলে নেয় ৮৫ রান । পরে তিনটি উইকেট পড়লেও অজিদের জব্দ করতে পারলেন না হরমনপ্রীতরা । ৮ বল বাকি থাকতেই সিরিজ জেতে অস্ট্রেলিয়া ।