২৯৬ রানে শেষ হয়েছিল ভারতের দ্বিতীয় ইনিংস। তৃতীয় দিনের শেষে ২৯৬ রানের লিড নিয়েই খেলা শেষ করল অস্ট্রেলিয়া। শার্দুল ঠাকুরের হাফসেঞ্চুরি ও অজিঙ্কা রাহানের ৮৯ রান ব্যাটিংয়ে মানরক্ষা হয়েছিল ভারতের। আর বোলিংয়ে ভারতকে ভরসা দিলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছে ব্যাগি গ্রিনরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খুব একটা স্বস্তির জায়গায় নেই ভারত। চতুর্থ দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে অলআউট করলেও, দেড় দিনে মাথায় কমপক্ষে ৪০০ রানের বোঝা থাকবে বিরাট কোহলি, শুভমান গিলদের। প্রথম ইনিংসে রথী-মহারথীরা যেভাবে আউট হয়ে ফিরেছেন, তাতে জয়ের আশা ক্ষীণ। শনিবার দ্রুত উইকেট ফেলাই লক্ষ্য থাকবে ভারতের।
এদিন ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারকে ১ রানে ফেরান মহম্মদ সিরাজ। উমেশ যাদবের ডেলিভারিতে ফেরেন উসমান খোয়াজা। লাবুশেন ৪১ রান করে অপরাজিত আছেন। ৩৪ রান করেন স্টিভ স্মিথ। জাদেজার ডেলিভারিতে ফেরেন তিনি। গত ম্যাচে সেঞ্চুরি পাওয়া আরও এক ব্যাটসম্যান ট্রেভিস হেডকেও ফেরান জাদেজা। ক্রিজে লাবুশেনের সঙ্গে আছেন ক্যামেরুন গ্রিন।