টস হারলেন রোহিত শর্মা। দিল্লি টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। এই টেস্টে অস্ট্রেলিয়া দলে অভিষেক ঘটল কুনেম্যানের। ভারতীয় দলেও বদল। সূর্যকুমারের জায়গায় ফিরোজ শাহ কোটলায় নামলেন শ্রেয়স আয়ার। বদল হয়েছে অস্ট্রেলিয়া দলেও। ম্যাট রেনশর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ট্রেভিস হেড।
দিল্লিতেই কেরিয়ারের শততম ম্যাচ খলতে নামলেন চেতেশ্বর পূজারা। ম্যাচ শুরুর আগে সতীর্থদের গার্ড অব অনার পান তিনি। পুজারার হাতে স্মারক তুলে দেন স্বয়ং সুনীল গাভাসকর। অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁর শততম ম্যাচকে স্মরণীয় করে রাখতে হাজির রয়েছে পুজারার গোটা পরিবার। উল্লেখ্য, নাগপুর টেস্টে জিতে এগিয়ে আছেন বিরাট-রোহিতরা।
আরও পড়ুন- Ranji Trophy Final 2023: ইডেনে শুরু রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিনের ম্যাচ, উইকেট পেল বাংলা