নাগপুরের পর দিল্লিতেও স্পিন-ঘূর্ণিতে কাবু অস্ট্রেলিয়া(IND-AUS 2nd Test 2023)। নাগপুরে কামিন্সদের একাই ধ্বংস করেছিলেন রবীন্দ্র জাডেজা(Ravindra Jadeja)। আর দিল্লিতে সেই কাজটাই করলেন আর অশ্বিন। শুক্রবার মধ্যাহ্নভোজের আগেই অশ্বিনের(R Ashwin) স্পিনের ফাঁদে ধরা পড়েন লাবুশেন ও স্মিথ। দিল্লি টেস্টের শুরুতেই অস্ট্রেলিয়াকে প্রথম ঝটকা দেন মহম্মদ শামি(Md. Shami takes Warner's Wicket)। তাঁর বলে খোঁচা মেরে শ্রীকর ভরতের হাতে জমা পড়েন ওয়ার্নার। ফলে মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারিয়ে ৯৮ তুলেছেন কামিন্সরা। তাই বলাই যায়, দিল্লি টেস্টে টস জিতে ব্যাটিং নিলেও শুরুটা একেবারেই ভাল হয়নি অস্ট্রেলিয়ার(IND-AUS 2nd Test 2023 Live Score)।
দিল্লিতেই কেরিয়ারের শততম ম্যাচ খেলতে নামলেন চেতেশ্বর পূজারা(Pujara's 100th Test Match)। ম্যাচ শুরুর আগে সতীর্থদের গার্ড অব অনার পান তিনি। পুজারার হাতে স্মারক তুলে দেন স্বয়ং সুনীল গাভাসকর। অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁর শততম ম্যাচকে স্মরণীয় করে রাখতে হাজির রয়েছে পুজারার গোটা পরিবার। উল্লেখ্য, নাগপুর টেস্টে জিতে এগিয়ে আছেন বিরাট-রোহিতরা(Virat-Rohit in Delhi Test 2023)।