ফের ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। ২৪ রানে ৬ উইকেট তুললেন ম্যাচের নায়ক টম স্ট্র্যাকার। ১৭৯ রান তাড়া করতে গিয়ে শেষ উইকেটে ১৭ রান তুলে জিতে গেল অস্ট্রেলিয়া।
১৬৪ রানে ৯ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। ১ উইকেট তুললেই ফাইনালে যেতে পারত পাকিস্তান। কিন্তু শেষ মুহূর্তে দারুণ লড়াই অস্ট্রেলিয়ার ম্যাকমিলান ও কালাম ভিদলারের। ৫ বল বাকি থাকতেই জয়ী ব্যাগি গ্রিন।
এদিন পাকিস্তানের হয়ে হাফসেঞ্চুরি করেন আজান আজওয়াইস ও আরাফান মিনহাস। ৪৮.৫ ওভারে ১৭৯ রান তোলে পাক ব্রিগেড। অস্ট্রেলিয়ার ওপেনার হ্যারি ডিক্সন হাফসেঞ্চুরি করলেও ভেঙে পড়ে টপ অর্ডার। অলিভার পিয়েকে ৪৯ রান করেন। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে শেষ ওভারের প্রথম বলেই খেলা শেষ হয়ে যায়। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে অজি ব্রিগেড।