বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত (India)। আহমেদাবাদে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া (Australia)। আহমেদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ৪৮০ রান তোলে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেন উসমান খোয়াজা ও ক্যামেরুন গ্রিন। জবাবে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি করেন শুভমান গিল ও বিরাট কোহলি।
সোমবার টেস্টের পঞ্চম দিন। সকাল থেকে দাপটের সঙ্গে ব্যাটিং করছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ইতিমধ্যে লিডও নিয়ে নিয়েছেন স্মিথরা। সকালে অশ্বিনের ডেলিভারিতে আউট হয়ে ফেরেন কুনেম্যান। কিন্তু ৭৭ রান করে সেঞ্চুরির পথে ওপেনার ট্রেভিস হেড। ক্রিজে আছেন মার্নাস ল্যাবুশানে।
আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, নিউজিল্যান্ড জিততেই আহমেদাবাদে উৎসব